প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থকরা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান।
Published : 02 Nov 2023, 08:50 PM
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে সিলেট-ঢাকা মহাসড়কে আগুন ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছেন সমর্থকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার তেললি এলাকার কুশিয়ারা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে গেলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে; সড়কে যান চলাচল করছে।”
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পরে ছাত্রদল-যুবদলের নেতাকর্মী মহাসড়কে ট্রায়ারে আগুন দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। তখন কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দেখে অবরোধকারীরা পালিয়ে যান।
ওসি শামসুদ্দোহা আরও বলেন, “আমরা মানুষের সার্বিক নিরাপত্তায় রাত-দিন মাঠে আছি। কেউ নাশকতার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তা ঠেকিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”