ঝিনাইদহে পুলিশের অভিযানে বিএনপির ২৭ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2022, 01:12 PM
Updated : 8 Dec 2022, 01:12 PM

ঝিনাইদহে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ২৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৫টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

তিনি জানান, জেলার ডাকাবাংলা বাজারে আওয়ামী লীগ কার্যালয় পোড়ানোর মামলায় বিএনপির ১৬ জন স্থানীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, উপজেলার বারোবাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে কোটচাঁদপর থানার ওসি মঈন উদ্দিন জানান।

বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে জানান মহেশপুর থানার ওসি খোন্দকার শামীম উদ্দিন।

এ ছাড়া শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমা রাখার মামলায় বিএনপির একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয় বলে জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।