মঙ্গলবার বিকালে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
Published : 26 Feb 2025, 12:16 AM
নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, “এই মূহূর্তে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধ না।”
মঙ্গলবার বিকালে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “শুক্রবার একটা দল ঘোষণা হবে। সেটা ভালো। দলটা করে মাঠে নামেন আর আপনার দলের যারা মন্ত্রিসভায় আছেন তাদেরকে নামিয়ে আনেন। গাছেরটাও খাবেন আর নিচেরটাও কুড়াবেন- দুইটা এক সঙ্গে হবে না।
“তাদের ‘ডিক্লারেশন অব ৫ অগাস্ট’ লেখাটা পড়লাম। কোনো জায়গায় মুক্তিযুদ্ধের কথাটা নেই। একাত্তরে নাকি জনযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। অর্থাৎ যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী।”
গয়েশ্বর রায় বলেন, “আমরা ১৭ বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য। এটা নতুন কোনো দাবি না। এ নির্বাচনটা এখনো দেয়নি। কে কে যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। এটা কতটুকু সত্য আমি জানি না।
“মাঝখানে জামায়াতে ইসলামী ঢুকে স্থানীয় সরকারের নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে, না জাতীয় সংসদ নির্বাচন হবে- সেটা বিরাট প্রশ্ন। আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য আন্দোলন করিনি।”
বিএনপি নেতা বলেন, “আমরা আন্দোলন করেছি, জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের একটি পার্লামেন্ট, একটি সরকারের জন্য। সেটি এখনো হয়নি। আমরা আন্দোলন করেছি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য। জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য।”
জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবির খান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, মজিবুর রহমান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, হুমায়ুন কবির মাস্টার, হেলাল উদ্দিন, আক্তারুল আলম মাস্টার, আবু তাহের মুসল্লি, জয়নাল আবেদীন রিজভী।