ছাত্রলীগের সাবেক এ নেতার মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য না থাকার কথা বলেছেন জেলা পুলিশের একাধিক কর্মকর্তা।
Published : 24 Aug 2024, 11:39 PM
ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘পাহাড় থেকে পড়ে’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকালে শিলংয়ে পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা যান বলে জানান তার ভাগনে লাইকুজ্জামান তালুকদার মিন্টু।
তিনি বলেন, তার মামার সঙ্গে থাকা অন্যরা জানিয়েছেন, শনিবার সকালে শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে মারা গেছেন মামা।
তবে কখন, কীভাবে তারা শিলং গিয়েছেন সে বিষয়ে তার ভাগনে বিস্তারিত তথ্য দিতে পারেননি।
পান্নার শ্যালক জসিম উদ্দিন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে পান্নার ভারতে প্রবেশ করার কথা ছিল বলে শুনেছেন।
একেএম এনামুল হক শামীমের কমিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক পান্নার মৃত্যু বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান পিরোজপুর জেলা পুলিশের একাধিক কর্মকর্তা।
ভাগনে মিন্টু বলেন, “৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিবারের সঙ্গে মামার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।”
পান্নার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারেও সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি মিন্টু।
পান্নার শ্যালক জসিম বলেন, তিন দিন আগে পান্নার সঙ্গে তার শেষ কথা হয়। এরপর তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তার ভারতে প্রবেশ করার কথা ছিল।
পুরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন । ২০১২ সালে দলের সম্মেলনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক হন।
পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালে মারা যান। আইরিন উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এ দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামে এক ছেলে আছে।