“একটু হাসির কারণে যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জনগণ শান্তি পাবে না।”
Published : 21 Apr 2025, 05:20 PM
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন বলেন, “পারভেজকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্র সমাজ চুপ থাকবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ভয়াবহ ঘটনার স্বীকার না হয়। একটু হাসির কারণে যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জনগণ শান্তি পাবে না।“