জরিমানার টাকা পরিশোধ করে এক মাসের কারাদণ্ড এড়ান ওই ব্যক্তি।
Published : 30 Dec 2024, 12:03 AM
খাগড়াছড়ি দীঘিনালায় নিজের পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বারপাড়া ৮ নম্বর ওয়ার্ডের পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসান নির্বাহী হাকিম ইউএনও মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, আদালত পাহাড় কাটার দায়ে ওই এলাকার বিষ্ণু চক্রবর্তীকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামুনুর রশীদ আরো বলেন, সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে কাটার দায় স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড এড়ান পাহাড়ের মালিক বিষ্ণু চক্রবর্তী।