আছিয়া আলম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।
Published : 30 May 2024, 01:06 AM
টানা দ্বিতীয়বারের মত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম।
উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার কিশোরগঞ্জের চারটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়।
দিনভর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মোমতাজ।
পরে ভোটগণনা শেষে রাতে ঘোষণা করা ভোটের বেসকারি ফলাফলে জানা যায়, মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ফের নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আছিয়া আলম।
আছিয়া আলম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।
এছাড়া, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহিন টানা দ্বিতীয়বারের মতো, করিমগঞ্জ উপজেলায় হেলিকপ্টার প্রতীকে অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন এবং ইটনা উপজেলায় কাপ পিরিচ প্রতীক নিয়ে টানা তৃতীয়বারের মত চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।