এ পথ দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে দুই কিলোমিটার ঘুরে গন্তব্যে যাচ্ছে।
Published : 16 Sep 2024, 09:58 PM
টানা তিন দিনের ভারী বর্ষণে শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় সড়কের একটি অংশ ধসে গেছে। এতে জেলা শহরের সঙ্গে নড়িয়া উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে।
সড়কটি ব্যবহারকারী ছোট-বড় যানবাহনগুলো বিকল্প পথে দুই কিলোমিটার ঘুরে চলাচল করায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
সোমবার দুপুরের পর থেকে এ পথ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন শরীয়তপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী আসাদুজ্জামান।
শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলায় পানি সরানোর জন্য একটি পাইপ কালভার্ট বসানো ছিল। তিন দিনের টানা বৃষ্টিতে কালভার্টটি ভেঙে সড়কে বড় গর্ত হয়েছে। দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক বিভাগ।
উপ-প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে সড়কের নিচে আগের বসানো পাইপ কালভার্টটি ভেঙে গেছে। পরে দুর্ঘটনায় এড়াতে যান চলাচল বন্ধ রাখা হয়। একটি বেইলি সেতু নির্মাণের কাজ চলছে। মঙ্গলবার সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাঁটু পানি জমেছে। পানি উঠেছে অনেক বাসাবাড়িতেও।
সড়কে জমে থাকা পানি ধীরে নামায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এ পরিস্থিতিতে কাজ না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।