ফ্রেমে ফ্রেমে ২০২২
পদ্মা সেতু খুলল, মেট্রোরেল চলল, এমন আনন্দের ঘটনার সঙ্গে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড, করতোয়ায় নৌকাডুবির মতো নিরানন্দের ঘটনারও সাক্ষী ২০২২ সাল। ছবির ফ্রেমে আনন্দ-বেদনার সেই কাব্যগাথা।
২৫ জুন ২০২২: পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুর দুই প্রান্তে ঢল নামে মানুষের। সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ঝড়ের বেগে সেতুতে উঠে পড়ে অগুনতি মানুষ। দুপুরের পরে জাজিরা প্রান্তেও দেখা যায় একই চিত্র। পরে অনেক চেষ্টায় তাদের বুঝিয়ে নামিয়ে আনা হয়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 01 Jan 2023, 06:47 AM
Updated : 01 Jan 2023, 06:47 AM