গত ৩ মার্চ প্রাণ হারানো তিন জনের মধ্যে দুই জনের জাতীয়তা শনাক্ত। তারা ২০২২ সালে মালয়েশিয়ায় গিয়েছিলেন কুমিল্লার দেবিদ্বার থেকে।
Published : 07 Mar 2024, 06:08 PM
ভাগ্যোন্নয়নে দুই বছর আগে মালয়েশিয়ায় যাওয়া দুই বাংলাদেশির জীবনের চাকা থামল ট্রেনের চাকায় কাটা পড়ে।
মৃত্যুর চার দিন পর তাদের নাম, বাংলাদেশে ঠিকানা এবং আরো নানা তথ্য জানিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস বলেছে, ক্ষতিপূরণ আদায়ের সর্বোচ্চ চেষ্টা চলছে।
প্রাণ হারানো দুজনই কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইলাহাবাদ এলাকা থেকে সে দেশে গিয়েছিলেন। তারা হলেন মো: শহিদের ছেলে মো. কামাল হোসেন এবং হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল।
কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এতে জানানো হয়, ২০২২ সালে দুই জন মালয়েশিয়ার গিয়েছিলেন ডেল্টা ক্রিয়েশন নামে একটি কোম্পানির হয়ে কাজ করতে।
গত ৩ মার্চ স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১০টায় মালয়েশিয়ার সেলাংগর প্রদেশের কাজাং নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন ব্যক্তি মারা যান।
মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনের শ্রমকল্যাণ শাখা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল মর্গ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এ সময় দুজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তৃতীয় জনের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি। তার পকেটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি পরিচয়পত্র পাওয়া যায়।
সেই পরিচয়পত্রে নাম মোহাম্মদ আলী উল্লেখ থাকলেও জাতীয়তা সম্পর্কে কিছু লেখা নেই।
দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে।”