আড্ডার আয়োজন করেছে অস্ট্রেলিয়া প্রবাসীদের সাহিত্য সংগঠন ‘প্রশান্তিকা’।
Published : 21 May 2023, 04:56 PM
প্রবাসী আরিফুর রহমানের লেখা ‘আমাদের ঠিকানা বদলে গেছে’ উপন্যাসের পাঠ-উন্মোচন উপলক্ষে ডায়াসপোরা সাহিত্য নিয়ে আড্ডার আয়োজন করেছে অস্ট্রেলিয়া প্রবাসীদের সাহিত্য সংগঠন ‘প্রশান্তিকা’।
‘চারু’ সাহিত্য সংগঠনের সহযোগিতায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির লাকেম্বার একটি রেস্টুরেন্টে এ সমাবেশ করেন তারা।
শুভজিৎ ভৌমিকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব গামা আব্দুল কাদির। ডায়াসপোরা সাহিত্যের নানা দিক নিয়ে বক্তব্য দেন অনুষ্ঠানের মূল-আলোচক কলামনিস্ট অজয় দাশগুপ্ত।
আরও বক্তব্য দেন প্রশান্তিকা সম্পাদক ও প্রশান্তিকা বইঘরের মালিক আতিকুর রহমান শুভ, কাজী সুলতানা শিমি, শাফিন রাশেদ, শফিকুল আলম, শাহীন শাহনেওয়াজ, জন মার্টিন, নেহাল নেয়ামুল বারী, কায়সার আহমেদ, কামাল পাশা, মাসুদ চৌধুরী, রোকেয়া আহমেদ, আব্বাস রাজা আলভী সুফী, এলিজা আজাদ টুম্পা, সাকিনা আক্তার, তানিম হায়াত খান রাজিত, রহমত উল্লাহ ও ফারজানা তাজরিন। আবৃত্তি করেন শহিদুল আলম বাদল।