দুবাইয়ে বাংলাদেশি প্রকৌশলীদের ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রবাসী প্রকৌশলীরা।

জাহাঙ্গীর কবীর বাপপিসংযুক্ত আরব আমিরাত থেকে
Published : 10 May 2023, 06:24 PM
Updated : 10 May 2023, 06:24 PM

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীরা।

রোববার দুবাইয়ের একটি হোটেলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী প্রকৌশলীদের সংগঠন ‘এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার্স’।

সংগঠনের দুবাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ ইখতিয়ার পাভেলের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন আবু জাফর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। 

পানি পরিশোধনের উপর বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মোহন। বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ও ভবিষ্যতের পরিবর্তনশীল প্রযুক্তি নিয়ে বক্তব্য দেন বুশরা আনোয়ার ও শাহরিয়ার পাভেল। এছাড়া সভ্যতা বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালনের ইতিহাস নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন দুবাই কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ মঈনুল ইসলাম।

আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, শহীদুল ইসলাম, মমিনুল ইসলাম মানিক, হাবিবুর রহমান কবীর ও মিল্টন বিশ্বাস।