গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্র বিএনপির

সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 10:39 AM
Updated : 13 Nov 2023, 10:39 AM

বাংলাদেশে নির্দলীয় সরকার ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

শনিবার সন্ধ্যায় ব্রুকলিনের একটি পার্টি হলে এ সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা।

সালেহ আহমেদ মানিকের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মইনুদ্দিন। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে চলমান আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রেও দেশপ্রেমিক প্রবাসীদের সরব থাকতে হবে। গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন কখনও স্তব্ধ করা যায়নি, এবারও সম্ভব হবে না।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন।

তিনি বলেন, “জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্টসহ আন্তর্জাতিক সব মহলই বিএনপির দাবির সঙ্গে একমত রয়েছে। বাংলাদেশে চলমান আন্দোলনের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রহমতউল্লাহ এবং যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি।