তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— বালক, বালিকা ও হাফেজ গ্রুপ।
Published : 14 Mar 2025, 12:53 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাস প্রজন্ম নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।
রোববার নিউ ইয়র্কের উডহ্যাভেন বুলেভার্ডে একটি পার্টি হলে ইফতার মাহফিলে এ আয়োজন করেন তারা।
তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— বালক, বালিকা ও হাফেজ গ্রুপ।
বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুর রহমান সালেহ, প্রথম রানার আপ-ওয়ালি রাহিম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন তাহিন মাজহারুল।
বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন শরাবান তহুরা ভূইয়া, প্রথম রানার আপ সাবিহা আনসারী ফারিয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সাদিয়া সানজিদা।
এছাড়া হাফেজ গ্রুপে চ্যাম্পিয়ন মেহেরুন মারিয়াম মুনাওয়ারা, প্রথম রানার আপ-মোশরাফি আলম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ইয়াহিয়া মিকদাদ।
অতিথিদের কাছে থেকে বিজয়ীরা পুরস্কার নেন। অতিথির মধ্যে ছিলেন মোহাম্মদ শাহনেওয়াজ, নুরুল আজিম ও মোহাম্মদ রব মিয়া। এসময় মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ানসহ প্রতিযোগিতার বিচারকরা।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম।
শুভেচ্ছা বক্তব্য দেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, সিটি মেয়রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার ও মূলধারার রাজনীতিক শাহনেওয়াজ।
মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া অংশ নেন আঞ্চলিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।