এ আয়োজন করে ‘বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবানি’ (বাফা)।
Published : 23 Dec 2024, 01:01 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানিতে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার দিনব্যাপী স্থানীয় লেথাম রিজ স্কুল চত্বর ও মিলনায়তনে এ আয়োজন করে ‘বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবানি’ (বাফা)।
আনিকা সুবাহ আহমদ উপমা ও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি চার পর্বে বিভক্ত ছিল।
প্রথম পর্বে শিশু-কিশোরদের পরিবেশনা ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’ পর্বটিতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরিচালনায় ছিলেন রহিম বাদশাহ।
পরে দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ পরিবেশিত হয়, পরিকল্পনায় ছিলেন তানিয়া মানির।
দ্বিতীয় পর্বে ছিল বিজয় দিবসের আলোচনা সভা। এতে অংশ নেন বাফার চেয়ারম্যান হুমায়ুন কবির ও প্রেসিডেন্ট সোহেল আহমেদ।
উপস্থিত ছিলেন ক্লিফটন পার্কের টাউন সুপারভাইজার ও চেয়ার অব দ্য স্যারাটোগা কাউন্টি বোর্ডের সুপারভাইজার ফিল ব্যারেট এবং ক্লিফটন পার্ক টাউন জজ রবার্ট রাইবেক। বক্তব্য দেন সুলতানা রহমান পুতুল ও ব্র্যানডন কার্ল।
তৃতীয় পর্বে বাফা সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় গীতি-নৃত্যালেখ্য ‘সব কটা জানালা খুলে দাও না’। ১৭৫৭ থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাঙালির আন্দোলন-সংগ্রাম উপাখ্যানের আলোকে এটি গ্রন্থনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী আনোয়ারুল হক লাভলু।