কানাডায় ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন

এই গ্রুপ বাংলাদেশের সঙ্গে কানাডার সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে আশা প্রকাশ করেছেন হাই কমিশনার খলিলুর রহমান।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2022, 06:20 PM
Updated : 2 Dec 2022, 06:20 PM

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও প্রসারিত করার লক্ষ্য নিয়ে কানাডায় গঠিত হল ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’। 

কানাডার সেনেট ও হাউজ অব কমন্সের দশ সদস্যের এ গ্রুপের সভাপতির দায়িত্ব পেয়েছেন পার্লামেন্টের সদস্য ব্র্যাড রেডেকপ। 

বৃহস্পতিবার কানাডায় বাংলাদেশের হাই কমিশনের ফেইসবুকে পেইজে এ খবর জানিয়ে গ্রুপের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন হাই কমিশনার খলিলুর রহমান। 

এই গ্রুপের সদস্যদের মধ্যে আরও আছেন হাউস অব কমন্সের সদস্য চন্দ্র আর্য, সালমা জাহিদ, কেন হার্ডি, লুক দেসিলেতস এবং সেনেটর সালমা আতাউল্লাহজান ও মবিনা জাফর। 

 এই গ্রুপ বাংলাদেশের সঙ্গে কানাডার সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে আশা প্রকাশ করে খলিলুর রহমান বলেন, “গ্রুপটি গঠন করতে এক বছর আমি অনেক পরিশ্রম করেছি। এর মাধ্যমে বাংলাদেশ-কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যাবে।”