নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)।
Published : 11 Dec 2024, 02:05 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২২ লাখ টাকার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)।
সোমবার বিকালে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়ে একটি প্রতীকী চেক দেন তারা।
কনসাল জেনারেল মো. নাজমুল হুদার হাতে চেকটি তুলে দেন বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী ও সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক।
এরশাদ সিদ্দিকী বলেন, “আমরা যদিও প্রবাসে থাকি, আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।”
বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন, লেফটেন্যান্ট শামসুল হক, ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো-ট্রেজারার জসীম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী, অফিসার জুয়েল গাজী ও অফিসার নিয়ন চৌধুরী।