শুক্রবার টরন্টোয় পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ

শুক্রবার টরন্টোয় পাকিস্তানের কনসুলেটের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেছে প্রবাসী বাংলাদেশিরা।

কানাডা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2015, 12:23 PM
Updated : 5 Dec 2015, 04:45 AM

৪ ডিসেম্বর শুক্রবার টরন্টোয় পাকিস্তানের ১৯৭১ এর গণহত্যা এবং দেশ হিসেবে এর ভূমিকা আনুষ্ঠানিকভাবে অস্বীকারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

'বাংলাদেশি টরন্টোনিয়ানস' এর ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা পাকিস্তান কনসুলেটের সামনে পোস্টারসহ জমায়েত হয়ে প্রতিবাদ জানাবে এবং কনসুলেটের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেবে। প্রতিবাদ অবস্থান কর্মসূচি চলবে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত।

টরন্টো ও আশপাশের শহরগুলোতে বসবাসরত বাংলাদেশিদের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com