ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ‘ফ্রেঞ্চ বাংলা স্কুল’
Published : 26 Oct 2015, 09:38 PM
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কুরনভে 'ফ্রেঞ্চ বাংলা স্কুল' উদ্বোধন করা হয়েছে। 'মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ’ ফ্রান্স শাখার উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রবাসে বেড়ে ওঠা ছেলে-মেয়েদেরকে বাংলা ভাষা পরিপূর্ণভাবে শেখানোর চিন্তা থেকে যাত্রা শুরু করল এই স্কুল।
আনুষ্ঠানিকভাবে স্কুলটির উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং লা কুরনভের মেয়র জিল পুকস।
প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, “প্রবাসে বাংলাভাষী শিশু কিশোরদের জন্য একটা বাংলা স্কুল অপরিহার্য ছিল, তাই মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার এই প্রয়াসকে সাধুবাদ জানাই এবং এই স্কুলের জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার জন্য ফ্রান্সে বাংলাদেশের দূতাবাস সচেষ্ট থাকবে।”
বিশেষ অতিথি লা কুরনভের মেয়র জিল পুকস তার বক্ত্যবে বলেন, “বাংলাদেশি প্রবাসীদের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি খুশি।নিজ দেশের ভাষা ও সংস্কৃতির চর্চায় শিশু কিশোরদের জন্য স্কুলটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”
লা কুরনভের মেয়র এই স্কুলের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
‘মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ’ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম বলেন, “প্রবাসে বেড়ে ওঠা ছেলে-মেয়েদের বাংলাভাষা পরিপূর্ণভাবে শেখানোর লক্ষ্য নিয়ে ফ্রেঞ্চ বাংলা স্কুল শুরু হল।”
শিশু কিশোরদের জন্য বাংলা ভাষাসহ বাংলার সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর পাশাপাশি প্রাপ্ত বয়স্ক প্রবাসীদের জন্য ফরাসি ভাষা শিক্ষার কোর্স শুরু করা চিন্তা রয়েছে বলে জানান জামিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লা কুরনভের অ্যাসোসিয়েশন ফোরামের প্রধান নির্বাহী দানিয়েল দিবারতিনি। আর শিশু কিশোরদের জন্য বাংলা স্কুলের প্রয়োজনীতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাকিব খান ।
শিশু-কিশোরদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে স্কুলটির জন্য কয়েক সেট বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আমিন খান হাজারী ও স্কুলের প্রধান শিক্ষিকা হাসনাত জাহান।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় [email protected]