তত্ত্বাবধায়ক সরকার চেয়ে ব্রুকলিনে বিএনপির র‍্যালি

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 04:18 AM
Updated : 18 August 2022, 04:18 AM

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচন ও নিজেদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ব্রুকলিনে র‌্যালি করেছে বিএনপি সমর্থকরা।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ব্রুকলিনে এ কর্মসূচি করেন তারা।

সালেহ আহমেদ মানিক ও এস এম ফেরদৌসের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি গোলাম মাহমুদ।

প্রতিবাদ র‌্যালিতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ। সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের অভিযোগ করেন তিনি।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, ফিরোজ আহমেদ, মাহফুজুল মাওলা নান্নু, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক মোহাম্মদ সায়েম রহমান, সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নিউ ইয়র্ক স্টেট জাসাসের সভাপতি মো. জাবেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক নূরে আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক রাজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর জাসাসের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বাবু, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আজাদ।