বাংলা ভাষা ও ভাষা শহীদদের সম্মানে মেক্সিকোর নেপান্তলার সোর হুয়ানা জাদুঘর চত্বরে নির্মিত হয়েছে স্থায়ী শহীদ মিনার।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম স্থানীয় সরকারের কর্তাব্যক্তিদের নিয়ে বৃহস্পতিবার এই শহীদ মিনার উদ্বোধন করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনারে বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত তথ্যসহ কিউআর কোড সম্বলিত একটি ফলকও স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সোর হুয়ানা জাদুঘর মিলনায়তনে ভাষা শহীদ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম শহীদ মিনারের জন্য জমি বরাদ্দ ও নির্মাণকাজে সহযোগিতার জন্য মেক্সিকো স্থানীয় সরকার ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মেক্সিকো এডোমেক্সের সংস্কৃতি সচিব নেলি মিনার্ভা, নেপান্তলার মেয়র, ডেপুটি জোসে মিগুয়েল দে লা ক্রুজ লিমা এবং ডেপুটি রোজালিন্ডা ডোমিনগুয়েজ ফ্লোরেস তাদের বক্তব্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের ভবিষ্যত প্রজন্মকে বাংলাদেশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অবহিত করার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের সমন্বয়ে গঠিত ‘প্রাইমেরো সুয়েনো’ সাংস্কৃতিক দল একুশের গানের সাথে নৃত্য পরিবেশন করে।
এর আগে ২০২৩ সালে মেক্সিকোর ওহাকা রাজ্যের পেটাপার সান্তো ডোমিঙ্গো শহরে বাংলাদেশের ভাষা আন্দোলনের একটি স্মারক ফলক উন্মোচন করা হয়।