Published : 17 Jun 2024, 11:28 AM
ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় ঈদুল আজহার জামাত হয়েছে যুক্তরাষ্ট্রের চার সহস্রাধিক মসজিদে।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও কোরবানির ঈদ উদযাপিত হয়েছে রোববার।
নিউ ইয়র্কে বড় ঈদ জামাতগুলো হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার, এস্টোরিয়ালের আল আমিন মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টা মসজিদ, ব্রুকলিনের বায়তুল জান্নাহ মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, ওজোন পার্কে আল আমান মসজিদ মাঠে।
এছাড়া নিউ জার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, ফিলাডেলিফিয়া, ডেট্রয়েট, শিকাগো, আটলান্টা, ফ্লোরিডা, লসএঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডের অনেক মসজিদ ও ইসলামিক সেন্টারেও জামাত হয়েছে।
এসব মসজিদ ও ইসলামিক সেন্টার সংলগ্ন মাঠে প্রবাসী বাংলাদেশিদের অনেকে পশু কোরবানি দিয়েছেন। কোরবানির পর সেখানে বসবাসরত বন্ধু-স্বজনদের মধ্যে সেই মাংস বিলিও করেছেন তারা।
কোরবানির পশু তারা কিনেছেন কাছের কোন খামার অথবা গ্রোসারি শপ এবং সুপার মার্কেটের মাধ্যমে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে সবাইকে ঈদ মোবারক জানিয়ে হজ পালনকারীদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “এবার এমন একটি সময়ে ঈদ উদযাপিত হচ্ছে, যখন পৃথিবীর অনেক মুসলিম গভীর কষ্টে আছেন। যারা অন্যায়-অবিচার, দমন-পীড়ন, সংঘাত এবং ঘৃণা-বিদ্বেষ ও সহিংসতার শিকার, তাদেরকে আজ বেদনার সঙ্গে স্মরণ করছি। তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।“
ব্লিঙ্কেন বলেন, “মানবতার জন্য এবং আদর্শের মহিমায় উজ্জীবিত হয়ে ত্যাগ স্বীকারকারী মুসলমানদের সঙ্গে আমিও একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ আশা করি। উন্নতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মুসলিম আমেরিকানদের বলিষ্ঠ নেতৃত্বের কথা আমি স্বীকার করছি এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে অঙ্গিকারও করছি।”