মুসলমানদের রাত জেগে মন্দির-গির্জা পাহারা দেওয়ার কথা স্মরণ করেন বক্তারা।
Published : 10 Aug 2024, 11:08 PM
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে মন্দির-গির্জায় হামলা ও সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের অন্যতম শহর বার্মিংহামে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার শহরের বাংলাদেশি সহকারী হাই কমিশনের সামনে যৌথভাবে এ আয়োজন করে ‘বেঙ্গলী হিন্দু আদর্শ সংঘ ইউকে’ ও ‘বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন’।
দেশটির দ্বিতীয় বাঙালি অধ্যুষিত এ শহরে বসবাসরত প্রবাসীরা ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানে হামলার নিন্দা ও তা বন্ধের দাবি জানান। তাদের সঙ্গে যোগ দেন মিডল্যান্ডসের বিভিন্ন হিন্দু সংগঠনের নেতা-কর্মীরাও।
বক্তব্য দেন ‘বেঙ্গলী হিন্দু আদর্শ সংঘ ইউকে’-এর ওয়েস্ট মিডল্যান্ডসের চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অলক চন্দ, খ্রিস্টান কমিউনিটির মুক্তি সরকার, নবারুণ সংঘের বার্মিংহাম ইউকের চেয়ারম্যান রুপম দেব, ইনসাইড ইউকের পঙ্কজ চৌধুরী, হিন্দু কাউন্সিল বার্মিংহামের সাধারণ সম্পাদক বিপুল মিশ্র, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্ত সাহা, অধ্যাপক অমিত বিক্রম দেব, বার্মিংহাম সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান শিঙ্কু দাস, উত্তম দেব, বিজয় চন্দ, লাকী দেব, অঞ্জনা চন্দ, সৌরভ দাস ও নাট্যকার মুরাদ খান।
বক্তারা বাংলাদেশের অনেক জায়গায় মুসলমানদের রাত জেগে মন্দির-গির্জা ও সংখ্যালঘুদের বাড়ি-ঘর পাহারা দেওয়ার কথা স্মরণ করে বলেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আছে তা বজায় রেখে ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে বাঙালি হিসেবে মূল্যায়ন করা উচিত।”