পর্তুগালে বাংলা প্রেস ক্লাবের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভায় একথা বলেন সাংবাদিক নেতারা।
Published : 10 Dec 2024, 01:00 PM
স্বাধীনভাবে কাজ করতে সাংবাদিকদের বাধা দিলে ‘গত স্বৈরাচারীদের মত অবস্থা’ হবে বলে সতর্ক করেছে পর্তুগালে বাংলা প্রেস ক্লাব।
রোববার রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় ক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় একথা বলেন সাংবাদিক নেতারা।
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন বলেন, “আপনারা যারা প্রবাসে রাজনীতি করেন, আপনাদের সমস্যা সম্ভাবনা নিয়ে সাংবাদিকরা কাজ করবে, সাংবাদিকদের সহযোগিতা করবেন। সহযোগিতা না করে বাধা দিলে গত ফ্যাসিস্ট সরকারের মত আপনাদের অবস্থা হতে পারে।”
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে ফুল দেন নেন দলটির আহ্বায়ক মুকিতুর রহমান চৌধুরী।
তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এখন জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রবাসীদের অধিকার আদায় ও মানবাধিকার নিয়ে কাজ করবে।”
প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ বলেন, “কমিউনিটির সেবা করার মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন হতে পারে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্যাসিস্ট সরকারের মত আচরণ করবে না বলে আমার বিশ্বাস।”
স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “আমরা প্রবাসীরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য, নিজেদের উন্নয়নের জন্য নয়। আমরা পদ-পদবীর জন্য রাজনীতি করি না, ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা সমস্ত প্রবাসীদের উন্নয়নে কাজ করি।”
সভায় আরও বক্তব্য দেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, সহ সভাপতি সমির দেবনাথ, প্রচার সম্পাদক হাফিজ আল আসাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, মো. আমান, মো. সুয়েব চৌধুরী মো. জয়নুল টিপু, মো. ইমন, মো. ইমরান, মো. শাকিল আহমেদ, সদস্য শাওন আহমদ, ফাহিম আহমদ, নাজমুল হাসান, মো. মুকিত ও আরশ আলী।