সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মৌলিক অস্তিত্বে ‘আঘাত করা হচ্ছে’ বলে অভিযোগ করেন তারা।
Published : 13 Sep 2024, 12:45 AM
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে ‘মুক্তিযুদ্ধের আদর্শে’ দেশ পরিচালনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসত কয়েকশ প্রবাসী।
সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সম্মলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজ’ ও ‘সম্প্রীতি কনসার্ট ইউকে’।
জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সংগীত বদলে ফেলার দাবির প্রতিবাদে সারা দেশের মতো এ আয়োজন করেন প্রবাসীরা।
শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে সমবেত জাতীয় সংগীতের পর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শপথ পাঠ করেন সমবেত শিল্পী জনতা।
সমাবেশে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন জামাল আহমদ খান ও জুয়েল রাজ।
তারা অভিযোগ করে বলেন, “একটা দেশে সরকার যেকোন ভাবেই পরিবর্তন হতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেলাম এক ভিন্ন চরিত্র। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মৌলিক অস্তিত্বের জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আমরা ভিন্নভাবে দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে যে কোন ধরনের চেষ্টাকে আমরা প্রত্যাখান করব।”
‘মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজের’ পক্ষে সমাবেশে স্বাগত বক্তব্য দেন রাবেয়া জামান জোসনা। ‘সম্প্রীতি কনসার্টের’ পক্ষে ধন্যবাদ জানান ঊর্মি মাজহার।