আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব।
Published : 04 Mar 2024, 11:05 AM
অস্ট্রেলিয়ার মেলবোর্নে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন।
ভাষা শহীদদের স্মরণে রোববার অনুষ্ঠিত এ আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে স্বাগত বক্তব্য দেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি মোল্লা মো. রাশিদুল হক। তিনি মেলবোর্নের মেরি-বেক কাউন্সিলে একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ তৈরিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেটের সংসদ সদস্য ক্যাথলিন ম্যাথিউজ-ওয়ার্ড, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মোরল্যান্ড সিটি কাউন্সিলর স্যু বোল্টন। বক্তব্য দেন স্থানীয় লেবার পার্টির নেতা হাসান গুল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষক মিতা পারভীন ও নাসিমা খান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর মোল্লা। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে সনদ ও বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।