এ প্যারেডের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।
Published : 06 Mar 2025, 05:28 AM
বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন করতে আসছে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ওইদিন জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউয়ের ওপর দিয়ে ৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত এ প্যারেডের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।
এ উপলক্ষ্যে রোববার নিউ ইয়র্কের এলমহার্স্টে সোসাইটির নিজস্ব কার্যালয়ে সভা করেন কার্যকরী কমিটির সদস্যরা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
তারা জানান, গত দুই বছরের মত এবারও নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানসনে’ বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে আয়োজক হিসেবে বাংলাদেশ সোসাইটিকে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। প্যারেডের প্রধান সহযোগী সংগঠন ‘হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’।
সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।