Published : 28 Apr 2016, 05:13 PM
জমিদার বাড়ি নামে পরিচিত এই সম্পত্তি এখন সরকারি ব্যবস্থাপনায় থাকলেও রয়েছে বেহাল দশায়।
আজ আমরা এসেছি মানিকগঞ্জের বেতিলা নামক একটি জায়গায়। এখানে একটি জমিদার বাড়ি রয়েছে যার নাম বেতিলা জমিদার বাড়ি।
কিন্তু এটি জমিদার বাড়ি নয়। এটি হল সত্য বাবুর বসতভিটা।
বেতিলা জমিদার বাড়ির সামনে রয়েছে একটি খাল। এটি বেতিলা খাল নামে পরিচিত । এই বেতিলা খালটি ধলেশ্বরী এবং কালীগঙ্গা নদীর সংযোগপথ। একসময় কালীগঙ্গা এবং ধলেশ্বরী নদীতে অনেক বড় বড় জাহাজ চলাচল করত। এজন্য সত্য বাবু এবং জ্যোতি বাবু এই খালটির পাড়ে তাদের বসত বাড়ির জন্য এই জায়গাটি বেছে নেয় ।
এই বাড়িটি ছিল সত্য বাবুর, তিনি ছিলেন একজন পাট ব্যবসায়ী । এই বাড়িটি এখন সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে । সরকারি ব্যবস্থাপনায় থাকলেও অযত্নের ছাপ স্পষ্ট।