Published : 10 Oct 2016, 06:58 PM
হিন্দু-বৌদ্ধ-মুসলমান-খ্রিস্টান, পাহাড়ি আর বাঙালি নানা রঙের মানুষের সমাগমে রঙিন বান্দরবানের দুর্গোৎসব। অনন্য বৈশিষ্টের এই উৎসবে রাজার মাঠে বইছে আনন্দ ধারা। প্রিজম ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক অমিত দাশের প্রতিবেদন