তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
Published : 23 Apr 2024, 08:26 PM
ফরিদপুরে মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
কমিটির সদস্যরা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল এবং ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাশ অপু।
তদন্ত কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে থাকা শ্রমিকদের ওপর হামলা চালায়। জনতার পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায়।
ঘটনা তদন্তে জেলা প্রশাসন ত সদস্যের একটি কমিটি করেছে।