বিএনপির চতুর্থ দফা দুই দিনের অবরোধ কর্মসূচিতে মহাখালী টার্মিনালের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বাসটি টার্মিনালের কাছে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল।
শ্যামলী বাংলা পরিবহনের এই বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট রুটে চলাচল করে।
গত ৩১ অক্টোবর থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনাদের অবরোধ কর্মসূচির মধ্যে এই প্রথম মহাখালী টার্মিনালের কোনো গাড়ি আক্রান্ত হলো।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন লাগানোর কথা উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
শিল্পাঞ্চল থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শ্যামলী বাংলা নামের দূরপাল্লার একটি বাস মহাখালী বাসস্ট্যান্ডের কাছে নাবিস্কো এলাকায় রাস্তার ধারে ‘পার্ক’ করা ছিল। কে বা কারা বাসটিতে আগুন দেয়। পরে তা ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।”
বাসটির বেশ ক্ষতি হয়েছে উল্লেখ করে ওসি জানান, “অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এর আগে দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। বাসটির পেছনের আসনে থেকে যাত্রীবেশী কেউ এই আগুন দেয় বলে পুলিশ জানায়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বরী আদমজী ইপিজেড এলাকায় একটি বাসে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল থেকে দেশের বিভিন্নস্থানে ৮টি বাস ১টি পিকআপে আগুনের ঘটনা ঘটে। তবে এসব আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের অদূরে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর হরতাল ও অবরোধে প্রতিদিনই গাড়িতে আগুনের ঘটনা ঘটছে।