ডিএমপি দেয়নি অনুমতি, জামায়াত বলছে ‘সমাবেশ হবে’

সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব, বলছেন জামায়াত নেতা মতিউর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 07:30 PM
Updated : 4 June 2023, 07:30 PM

ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চেয়ে যে আবেদন জানিয়েছিল জামায়াতে ইসলামী তা নাকচ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে সোমবার ওই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগের দিন রোববার দলটির পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের এ অনুমতি চায় দলটি। ‘জনগণের মুক্তির জন্য, দেশকে অপশাসন ও দুঃশাসন হতে মুক্ত করতে’ সমাবেশ ও মিছিল করার কথা বলেছে জামায়াত।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, কর্মদিবসে জনদুর্ভোগ বাড়বে, সাধারণ মানুষের হয়রানি হবে, ট্রাফিক সিস্টেম থমকে যাবে- এসব বিবেচনায় জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

এর আগে গত ২৯ মে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে জামায়াতের নেতা চার আইনজীবী গিয়ে ৫ জুন বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের অনুমতি চায়।

এসময় পুলিশ তাদের দুই ঘণ্টা আটকে রাখে। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হয়তো জামায়াত নেতাদের বিষয়ে পুলিশের কাছে ভুল তথ্য ছিল।

রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রোববার রাজধানীর ‘একটি মিলনায়তনে’ পেশাজীবী দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেন, “জনগণের মুক্তির জন্য, দেশকে অপশাসন ও দুঃশাসন হতে মুক্ত করতে আগামী ৫ জুন জামায়াতের সমাবেশ ও মিছিল। আমরা নিয়মতান্ত্রিক ভাবেই শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছি। সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব।”

জামায়াতের সমাবেশের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এর পরেও যদি তারা কোনো কর্মসূচি পালনের নামে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে বা জানমালের ক্ষতি করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”