Published : 28 Jan 2024, 03:07 PM
পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বারবারই একই কথা বলেন- খেলা হবে, রাজনৈতিক খেলা হবে। আরে ভাই, খেলতে হলে খেলোয়াড় লাগে, আপনারা তো খেলোয়াড় না। আপনাদের সাথে কি খেলব?
“আপনি আমাদের লেজের সাথে লেগেই আছেন। বিএনপি শনিবার বিকাল তিনটায় প্রোগ্রাম দিল কালো পতাকা মিছিলের, আওয়ামী লীগ তারপরে বিকাল ৪টায় প্রোগ্রাম দিয়েছে। আমরা বলে দিতে চাই, আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে আপনারা পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে (৭ জানুয়ারি) প্রত্যাখ্যান করেছে। তাই ৩০ জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবারও আপনাদের প্রতি ধিক্কার জানাবে।”
রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা বলছিলেন ফারুক।
শনিবার নয়া পল্টনের কালো পতাকা মিছিলের আগের সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী ৩০ জানুয়ারি ঢাকাসহ দেশজুড়ে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির কালো পতাকা মিছিলের দিনে দেশজুড়ে জাতীয় পতাকা হাতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।
বিএনপির বর্জনের ৭ জানুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনও ডাকা হয়েছে। দুই দলের পাল্টাপাল্টি এ কমর্সুচি ডাকা হয়েছে সেদিন।
সাবেক বিরোধী দলের প্রধান হুইপ ফারুক বলেন, “এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। তারা ডামি ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গ্রহন করে নাই। তাই এই নির্বাচন জনগণ মানে না।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “এখনো সময় আছে… এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন।”
রোজার আগে দ্রব্যমূল্যের উধর্বগতি রোধে ‘সরকারের ব্যর্থতার’ সমালোচনা করেন তিনি।
প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারমন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ করা হয়।
উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে উলামা দলের আলমগীর হোসাইন, কাজী মো. আবুল হোসেন, আলমগীর হোসাইন খলিলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।