Published : 12 Oct 2023, 12:05 PM
ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের পদায়নের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দল আশা প্রকাশ করে যে, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও মামুন মাহমুদ দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গত ৮ অগাস্ট ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে সংগঠনের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। তখন বলা হয়েছিল, শ্রাবণের অসুস্থতার কারণে নতুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদকে।
গত এক মাসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এক ডজনের বেশি নেতাকে বিভিন্ন পদে নিযুক্ত করা হয়েছে।