হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিমসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
Published : 04 Dec 2023, 11:09 AM
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ জমা পড়া ১১টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বাদ পড়া প্রার্থীদের মধ্যে আছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং তৃণমূল বিএনপির প্রার্থী সৈয়দা নূরুন নাহার।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সন্মেলন কক্ষে রোববার থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। সোমবার সকালে সেখানেই এ আসনের বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
বাদ পড়লেন যারা
ঢাকার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে ঋণ খেলাপি ও কাউন্সিলরের পদ থেকে পদত্যাগ না করার কারণে।
তৃণমূল বিএনপির প্রার্থী সৈয়দা নূরুন নাহার ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আসলাম, হলফনামায় স্বাক্ষর না থাকায় জাসদের হাজী মো. ইদ্রিস ব্যাপারী এবং আয়-ব্যয় সংক্রান্ত বিবরণী অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরজাহান বেগমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
বৈধ প্রার্থী যারা
২০১৪ সাল থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হাজি সেলিম। এবার তার ছেলে সোলায়মান সেলিমকে এ আসনের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির তারেক আহমেদ আদেল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মাসুদ পাশা, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ আফসার আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকার ২০টি আসনের মধ্যে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকা জেলা প্রশাসক। আর ঢাকা ৪ থেকে ১৮ আসনের রিটার্নিং অফিসার হলেন ঢাকা বিভাগীয় কমিশনার।
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়ন পত্র জমা দেয়।
সেস মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে সোমবার, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল ও নিষ্পত্তি চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। সেদিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চলবে। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।