জামায়াতে ইসলামী ‘ইসলামের দুশমন’: শাজাহান খান

“খুনিরা মুসলমান হতে পারে না,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 10:54 AM
Updated : 7 Nov 2023, 10:54 AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ইসলামের দুশমন’ অ্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এক সভায় তিনি বলেন, “যারা একাত্তরে মানুষ হত্যা করেছে, তারা মুসলমান হতে পারে না। তাদের জামা-কাপড়ে মুসলমান ভাব থাকলেও অন্তরে নেই। খুনিরা মুসলমান হতে পারে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, যা মানবতার কথা বলে।”

সারা দেশে মডেল মসজিদ নির্মাণসহ ইসলামের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভাণ্ডারীয়া’র আয়োজনে ঈদে মিলাদুন্নবীর এই আলোচনা সভা হয়। দুপুরে গুলিস্তান জিরোপয়েন্ট থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী।

ইলেকশন মনিটরিং কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)