সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 10 Feb 2024, 09:44 PM
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে বুধবার বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
ওই দিন সকাল ১০টায় গণভবনে এ বোর্ডের সভা ডাকা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সংসদীয় বোর্ডের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি বুধবার দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় এই মনোনয়ন বোর্ড বসবে।
সংসদের সংরক্ষিত আসনে ভোট ১৪ মার্চ
সংরক্ষিত আসন: প্রথম দিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ৮১০ জন
দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগের ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ ছিল। মনোনয়ন ফরমের মূল্য ছিল ৫০ হাজার টাকা।
দ্বাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টিই এবার যাচ্ছে আওয়ামী লীগের ভাগে। সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসাবে ক্ষমতাসীন আওয়ামী আনুপাতিক হারে নিজেরা পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দেবে।
বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করার এবং স্বতন্ত্রদের সমর্থনের চিঠি ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ।