৭৮ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতায় ভুগছেন।
Published : 26 Jan 2024, 04:27 PM
‘সব কিছু ভুলে গিয়ে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে কী কী বিষয় ভুলতে হবে, সে বিষয়ে কিছু জানাননি বিএনপি নেতা। বলেছেন, দাবি মেনে নেওয়া না হলে যে কোনো উদ্ভুত পরিস্থিতির জন্য ‘দায়-দায়িত্ব’ সরকারকেই বহন করতে হবে।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ফখরুল বলেন, "আমি আজকে আপনাদের মাধ্যমে এ কথাটা সমগ্র দেশবাসীকে এবং এই অমানবিক সরকারকে আহ্বান জানাতে চাই যে, ‘সবকিছু ভুলে’ এই গণতন্ত্রের নেত্রীকে… যিনি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, তার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হোক।’’
৭৮ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ অগাস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
রোববার রাতে তার অবস্থা খারাপ হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরদিন কেবিনে ফিরিয়ে চিকিৎসকদের 'নিবিড় পর্যবেক্ষণে' রাখা হয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে যান বিএনপি নেত্রী। হাই কোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা হয় সাত বছরের।
২০২০ সালের ২৫ মার্চ প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে সাজা ছয় মাস স্থগিত হলে সাময়িক মুক্তি পান বিএনপি নেত্রী। এরপর আরও পাঁচ দফা বাড়ে সাময়িক মুক্তির মেয়াদ।
বিদেশে যেতে পারবেন না, এমন শর্তেই তাকে সাময়িক মুক্তি দেওয়া হলেও পরে বিএনপি সেই দাবি জানাতে থাকে। তবে সরকার কর্ণপাত করেনি।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘যে উন্নত চিকিৎসা দরকার, তা বাংলাদেশে কোনো মেডিকেল সেন্টার নেই। এই কারণে তারা (চিকিৎসক) বার বার বলছেন যে, তাকে বাইরে বিদেশে পাঠানো অত্যন্ত জরুরি।”
খালেদা জিয়া ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, "তিনি আজকে সকালে একটু বেটার। তারপরেও উনি এখনো ক্রাইসিসের বাইরে নন।”
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে চীনও উদ্বিগ্ন দাবি করে ফখরুল বলেন, “তারা বেগম জিয়াকে অনেক উঁচুতে দেখে, তারা দেখে গণতন্ত্রের নেত্রী হিসেবে। কয়েকদিন আগে আমাদের এখানে জার্মান শার্জ দি অ্যাফেয়ার্স এসেছিলেন। তিনি বলেছেন যে, ‘তার (খালেদা জিয়া) স্বাস্থ্যে ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন’।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)