আগামী শনিবার দিল্লির ফোর্টিস হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে তার।
Published : 14 Dec 2023, 05:12 PM
বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফিরে আসার দুইদিন পর দিল্লির হাসপাতালে ‘হাঁটুর চিকিৎসা’ করানোর জন্য ঢাকা ছেড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি।
বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাই কোর্টে রিট আবেদন করেন বিএনপির এই নেতা।
রওনা হওয়ার আগে তিনি বলেন, “আমি ভীষণ অসুস্থ। সেদিন (মঙ্গলবার) আমাকে যেতে দেওয়া হয়নি। আজকে যেতে দিয়েছে। আমি বিমানে উঠছি।”
দেশের মানুষের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সুস্থ হয়ে আমি দেশে ফিরতে পারি।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের হাঁটুর চিকিৎসা হবে দিল্লির ফোর্টিস হাসপাতালে। আগামী শনিবার সেখানে তার হাঁটুর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে হাফিজকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সস্ত্রীক দিল্লি যেতে চেয়েছিলেন তিনি। সেদিন তাকে ফেরেত পাঠালেও তার স্ত্রী দিলারা হাফিজকে যেতে দেওয়া হয়।
ইমিগ্রেশনের কর্মকর্তারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সেদিন। এরপর বুধবার হাই কোর্টে রিট আবেদন করেন হাফিজ। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সেখানে বিবাদী করা হয়।
রাজনীতি থেকে ‘শিগগিরই’ অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
বিএনপির ‘এক দফা’র আন্দোলন চলার মধ্যে ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, তার নতুন দল গড়ার যে কথা বাজারে আছে, তা ‘সঠিক নয়’। বিএনপি থেকেই তিনি অবসরে যেতে চান।
পুরনো খবর
বিদেশ যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরলেন বিএনপির হাফিজ
বিএনপির ভুল ‘অনেক’, সংস্কার দরকার: হাফিজ
নতুন দল গড়ার কথা ‘সঠিক নয়’: হাফিজ