Published : 13 Dec 2023, 09:37 PM
বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় হাফিজ উদ্দিনের পক্ষে এ আবেদন করেন তার আইনজীবী।
রিটে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বলে জানিয়েছেন হাফিজের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্র পাননি তিনি। তবে তার স্ত্রী দিলারা হাফিজ যেতে পেরেছেন।
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সস্ত্রীক দিল্লি যেতে চেয়েছিলেন এই বিএনপি নেতা। বুধবার দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত ছিল বলে জানান তিনি।
হাফিজের অভিযোগ, বেলা আড়াইটায় আমার ফ্লাইট ছিল। বিমানবন্দরে যাওয়ার পরে ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়। তার সঙ্গে স্ত্রীও ছিলেন। তাকে যেতে দেওয়া হয়।
তিনি বলেন, ‘‘আমি অসুস্থ। ডাক্তারের পরামর্শে আমি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসার জন্য সব ঠিক করেছিলাম।”
কেন যেতে দেওয়া হল জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে ইমিগ্রেশন কিছুই বলতে পারেনি।”
বিদেশ যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরলেন বিএনপির হাফিজ