আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
Published : 03 Apr 2025, 11:01 PM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেইসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তাদের মধ্যে ১০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ এর সঙ্গে আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমানের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুইপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে।