ঢাকা-১৭ এ নৌকায় চড়ার লড়াইয়ে ২২ জন

এফবিসিসিআই সভাপতি জসিম, টক শোর মুখ মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে কয়েকজন অভিনেতাও রয়েছেন এই লড়াইয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 04:33 PM
Updated : 6 June 2023, 04:33 PM

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ২২ জন আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন, তাদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এবং টেলিভিশন ‘টক শো’তে পরিচিত মুখ মোহাম্মদ এ আরাফাত রয়েছেন।

আওয়ামী লীগেরই আকবর হোসেন পাঠানের মৃত্যুতে শূন্য এই আসনে উপনির্বাচন হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ ফুরোনোর কয়েক মাস আগে।

ফলে আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে যিনি জিতবেন, তিনি মাত্র কয়েক মাসের জন্যই এই সংসদে থাকতে পারবেন।

বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই উপনির্বাচনে অংশ না নিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে তাদের প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে।

সেই প্রক্রিয়ায় নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২২ জন।

মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রি শেষ হওয়ার পর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩ জুন সকাল থেকে আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মোট ২২ জন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”

আওয়ামী লীগের প্রার্থী হয়ে এমপি হতে ইচ্ছুকদের মধ্যে রাজনীতিকদের পাশাপাশি ব্যবসায়ী, অভিনেতাসহ নানাজন রয়েছেন।

  • এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন

  • চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ

  • চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক

  • বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান

  • বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মু. নজরুল ইসলাম তামিজি

  • প্রয়াত ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান

  • আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত

  • ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান

  • আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. ওয়াকিল উদ্দিন

  • ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা

  • বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন

  • বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির

  • গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম

  • মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মো. মুসা

  • ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন

  • ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. আবু সাইদ

  • যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক

  • ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা হেফজুল বারী মোহাম্মদ ইকবাল

  • ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আব্দুল হাফিজ মল্লিক

  • আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য তাহসিন মাহবুব

  • বনানী থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাছির

  • তাঁতী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম

সায়েম জানান, আগামী ১০ জুন সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

গত ১৫ মে ৭৫ বছর বয়সে সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংসদের কোনো আসন শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

এরপর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি, যাতে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন ঠিক করা হয়।

Also Read: চিত্রনায়ক ফারুকের চিরবিদায়

Also Read: চিত্রনায়ক ফারুকের আসনে ভোট ১৭ জুলাই