অসীম, ইশরাকসহ বিএনপির ৪৩৫ নেতাকর্মীর আগাম জামিন

জামিন পাওয়াদের মধ্যে ময়মনসিংহ-২ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি শাহ শহীদ সরোয়ারও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 03:41 PM
Updated : 30 Nov 2022, 03:41 PM

সরকার ‘উৎখাত ও নাশকতামূলক কর্মকাণ্ডের’ পরিকল্পনার অভিযোগে কয়েকটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনসহ বিএনপির ৪৩৫ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ বুধবার তাদের জামিন মঞ্জুর করে। 

আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ বরিশাল, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন মামলায় ৪৩৫ জন বিএনপি নেতাকর্মীর জামিন হয়েছে। 

“এদের মধ্যে ধানমণ্ডি থানার মামলায় নাসির উদ্দিন আহমেদ অসীমকে আদালত ৮ সপ্তাহের জামিন দিয়েছে। বাকিদের জামিনের মেয়াদ ৬ সপ্তাহ।” 

জামিন পাওয়াদের মধ্যে ময়মনসিংহ-২ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি শাহ শহীদ সরোয়ারও রয়েছেন। 

নাসির উদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় আরো ছয়জনকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে আদালত। একই মামলায় কারাগারে রয়েছেন পাঁচ জন।” 

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান বলেন, “বিভিন্ন মামলায় বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীরা আলাদা আবেদনে হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।”