“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সবসময় আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে।”
Published : 07 Apr 2024, 07:46 PM
ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও ছিন্নমূল ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
রোববার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।
রমজান মাসজুড়ে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন জায়গায় অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ কর আসছেন মহানগর ছাত্রলীগের এই নেতা।
সজল কুণ্ডু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতিগত ঐতিহ্য।
“'ধর্ম যার যার উৎসব সবার’ মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তি আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সবসময় আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে।”
তিনি বলেন, “যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আগামী ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী অগ্রণী ভূমিকা পালন করবে।”