২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের ছয় দিন পর সেটি আবার প্রকাশের অনুমোদন মেলে।
Published : 29 Aug 2024, 09:42 PM
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর থেকে দলের মুখপত্র দৈনিক দিনকালের প্রকাশনা আবার শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে দিনকাল কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৭৮ সালে বিএনপির যাত্রা শুরুর এক দশক পর ১৯৮৮ সালের ১ সেপ্টেম্বর থেকে দৈনিক দিনকালের যাত্রা শুরু হয়।
২০২২ সালের ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের ডিক্লারেশন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন ঢাকার তখনকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান।
দিনকাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করে। কয়েক দফা শুনানির পর প্রেস কাউন্সিল ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি আপিল খারিজ করে দেয়। সেদিন থেকেই পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
গত ৫ অগাস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ভারত চলে গেলে পরিস্থিতি পাল্টে যায়।
গত ১১ অগাস্ট ঢাকার ডিসি আনিসুর রহমান এক আদেশে দিনকাল প্রকাশের সাময়িক অনুমোদন দেন। এরপর দিনকাল কর্তৃপক্ষ প্রকাশনা চালুর এই সিদ্ধান্ত নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সভায় বক্তব্য রাখেন দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আহমেদ আজম খান, বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান রুমন, আইনজীবী রাগিব রউফ চৌধুরী।
সাংবাদিক-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মোহন হাসান, রাশেদুল হক, আব্দুল্লাহ জেয়াদ, মন্মথ সরকার, লিয়াকত আলী, জহির চৌধুরী।