আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সভা চলছে গণভবনে।
Published : 06 Aug 2023, 12:20 PM
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রায় তিন হাজার নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে বিশেষ বর্ধিত সভায় বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়েছে।
আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় যোগ দিয়েছেন।
এছাড়া জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত রয়েছেন।
এই সভায় যোগ দিতে সকাল ৯টা থেকেই তৃণমূলের নেতাকর্মীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার পর সভামঞ্চে আসেন শেখ হাসিনা।
‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক এই বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশে ‘ষড়যন্ত্র-সন্ত্রাস চলছে’ মন্তব্য করে কাদের বলেন, “আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে অনেক ভালো আছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে।“
কাদেরের ভাষ্য, “সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না। শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি।"
‘উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল’ মন্তব্য করে কাদের বলেন, “নিজ দেশের টাকায় পদ্মাসেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন ইয়েস আমরাই পারি।"
উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, "এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবু আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না।… আপনারা প্রস্তুত হোন।"
দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের পর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ধিত সভা শুরু করার অনুমতি দেন।
ধর্মগ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ শেষে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শোক প্রস্তাব পাঠ করেন।
জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে সভায়। সব শেষে বক্তব্য দেবেন শেখ হাসিনা।