Published : 16 May 2024, 11:33 PM
আন্দোলনে কৌশল ঠিক করতে তিনটি ছোট ছোট দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকাল থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম, গণঅধিকার পরিষদ (মহিউজ্জামান) এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে এই বৈঠক হয়।
বিএনপির হয়ে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এনডিএর ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। অন্যরা হলেন মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদের সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।
গণঅধিকার পরিদের একাংশের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান। অন্যরা হলেন সদস্য সচিব ফারুক হাসান, এস ফাহিম, শিরিন আখতার, সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, পাঠান আজহার, শেখ খায়রুল কবির।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল ইসলাম ও নাদিম খান নিলয়।
গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিএনপির নেতারা যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টি, গণফোরাম, পিপলস পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।
গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি ও সমমনাদের কর্মসূচি বন্ধ ছিল। তবে সম্প্রতি বিএনপি ও সহযোগী সংগঠনগুলো কয়েকটি সমাবেশ করেছে।
বিএনপির নেতারা বলছেন, তাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। বর্তমান সরকারের পতন ঘটানোর বিষয়ে আশার কথাও বলছেন তারা।