জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করা হয়েছে নতুন কমিটিতে।
Published : 19 Jan 2024, 03:24 PM
দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মো. তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের ২০৩ সদস্যের নতুন কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় পার্টি।
শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে এ কমিটি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শফিকুল ইসলাম সেন্টু ও ইয়াহিয়া চৌধুরীকে দলের সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার পাঁচ দিনের মাথায় নতুন কমিটি অনুমোদন করা হল।
ভোটের জন্য টাকা নেওয়ার প্রমাণ দিলে পদত্যাগ করব: চুন্নু
সেন্টু ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং ইয়াহিয়া ছিলেন ভাইস চেয়ারম্যান।
এর আগে রোববার সেন্টু এবং ইয়াহিয়াকে অব্যাহতি দিয়ে ঢাকা মহানগর উত্তরের মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়।
সেদিন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।