আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে করা কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি, বলছে পুলিশ।
Published : 04 Oct 2024, 05:53 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন-পীড়নের অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন গ্রেপ্তার হয়েছেন।
উত্তরার নিজ বাসা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক বার্তায় বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন-পীড়নের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি মনোয়ার।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের প্রায় অর্ধশত নেতা এখন কারাগারে রয়েছেন।
গেল কয়দিন ধরে বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যারা স্থানীয় পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার আসামি।