“দিনের ভোট আর রাতে দেব না, এই আন্দোলন কোনোভাবে বৃথা যাবে না।”
Published : 11 Oct 2024, 01:51 PM
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপি-নেতাদের নামের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, “বর্ডার খুব শক্ত। যারা গেছেন তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে সরকারকে। কী করে গেল, কেমন করে গেল। যারা বাংলাদেশে অনেক মায়ের বুক খালি করেছে, তারা কী করে হিন্দুস্থানে পালিয়ে যায়, সেই শ্বেতপত্র সরকারকে প্রকাশ করতে হবে।”
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে ফারুক কথা বলছিলেন।
এ সময় ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “হুট করে দেশে চলে আসবেন? টেলিফোনে কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এত সহজ নয়।“
সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ ভারতের উদ্দেশে বলেন, “বাংলাদেশের মানুষ গরীব হতে পারে, বাংলাদেশের মানুষের মন বড়, কলিজা অনেক বড়; আপনারা (ভারত) একাত্তর সালে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন বলে পিণ্ডির জিঞ্জির থেকে দিল্লির জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করতে চেয়েছিলেন শেখ হাসিনাকে দিয়ে।”
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন ফারুক।
তিনি বলেন, “দিনের ভোট আর রাতে দেব না, এই আন্দোলন কোনোভাবে বৃথা যাবে না। আওয়ামী লীগের মত, ছাত্রলীগ-যুবলীগের মত তিন লাখ থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে কোনো দিনই সরকার বাংলাদেশে পরিচালিত হতে দেবে না।”
নির্বাচন নিয়ে ফারুক তার দলের অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি এমন একটি নির্বাচন চাই, এমন একটি ভোট চাই যে ভোটে জনগণ এক মাথায় এক ভোট দিতে পারে, মৃত ব্যক্তি আর করব থেকে উঠে যেন আর ভোট না দিতে পারে। সেজন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের আশা আপনি সেই আশা পূরণ করবেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর নয় ২০১৪ সাল, আর নয় ২০১৮, আর নয় ২০২৪ সাল। এবার চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।”
বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ৪০ লাখ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ফারুক।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে ৮৪টি মামলা। আমার বাড়ি থেকে আমার ছোট্ট নাতনি যখন তিন মাস বয়স সে কাঁদতেছে তখন আমার বাড়ির দরজা ভেঙে হারুন আমাকে তুলে যায় এই কথাগুলো কি মনে আছে?”
প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকে রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ হয়।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আবু তাহের, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বিএনপির শাহ মো. নেছারুল হক, আনোয়ার হোসেন বুলুসহ অন্যান্যরা বক্তব্য দেন।